Download WordPress Themes, Happy Birthday Wishes
Home / বিনোদন / এক রাতের জন্য ১ কোটি

এক রাতের জন্য ১ কোটি

বিনোদন ডেস্ক:

গেল কয়েক মাস হ্যাশ মিটু আন্দোলনে উত্তাল ছিল গোটা ভারত। নামিদামি বহু তারকার নামের সঙ্গেই জড়িয়েছে এই বিতর্ক। বলিউডের বড় বড় অভিনেত্রীরা যৌন হয়রানির অভিযোগ তুলে কাঁপিয়ে দিয়েছিলেন দেশটির শক্তিশালী অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের।

এবার মুখ খুললেন তেলুগু অভিনেত্রী সাক্ষী চৌধুরী। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাক্ষী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট দেন। 

সেখানে তিনি লিখেন, ‘আমার ছবি ও ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রত্যেকে পাগল হয়ে যাচ্ছে। এক রাতের জন্য ১ কোটি টাকা দিতে চাইছেন অনেকে। কিন্তু তারা বোকা। আমাকে কেনা যায় না, শুধু দেখেই কাজ চালাও।’ 

‘ম্যাগনেট’ ছবি দেখতে প্রথম দিন হলে যাওয়ার জন্যই সবার প্রতি আহ্বান জানান সাক্ষী।’

তেলেগু ‘সেলফি রাজা’ (২০১৬), ‘পোটুগাডু’(২০১৩) ছবির এই নায়িকা ২০১৩ সালে ‘পোতাগারু’ ছবির মধ্য দিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে জাদুময়ী করে তুলেন। এর পর ‘জেমস বন্ড’ ও ‘অক্সিজেন’র মতো সফল ছবিগুলোতেও দর্শকদের নজর কাড়েন সাক্ষী। ইরুবর-এর মতো প্রশংসিত ছবিতেও দেখা গেছে এই আবেদনময়ী নায়িকাকে। 

বর্তমানে ‘রুস্তম’ নামের একটি কন্নড় ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এই দক্ষিণী সুন্দরী।

সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এবার ‘হারকিউলিস’ শাকিব খান!

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। দীর্ঘদিনের ক্যারিয়ারে যেমন বংলাদেশে এক নাম্বার জায়গা ধরে ...