ভোলা থেকে আকিব:
ভোলা জেলার স্থানীয় ও সেবাদানকারী, প্রায় হাজার যুবক যুবতীর কর্মসংস্থানকারী, সমাজের অসহায় দারিদ্র ও সুবিধাবঞ্চিত জনগুষ্ঠির উন্নয়নের অগ্রগামী প্রতিষ্ঠান গ্রামীন জন উন্নয়ন সংস্থা বাস্তবায়িত সমৃদ্ধি প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে হাজারের অধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা, পুষ্টি ও শিক্ষা কার্যক্রম, বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি, কৃষি উন্নয়নে নানাবিধ পরামর্শ, কমিউনিটি ভিত্তিক গভীর ও অগভীর নলকূপ স্থাপন, স্যানিটেশন, সাকো ও ব্রিজ নির্মান, ভিক্ষুক পুর্নবার্সন কার্যক্রম সহ অসংখ্য সামাজিক ও মানবিক উন্নয়ন ও অগ্রগামী মূলক কার্যক্রম বাস্তবায়ন করছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডশনের সহায়তায়।
তার ই ধারাবাহিকতায় আজ বাছুর সহ গাভী,ক্ষুদ্র ব্যাবসার অনুধানের মাধ্যমে ভিক্ষুক পুর্নবাসনের জন্য গঙ্গাপুর ইউনিয়নের ২ জন ভিক্ষুকের মধ্যে অনুধানসহ মোট ১ লক্ষ টাকা করে প্রতিজনের মধ্যে বিতরন করা হয়। গাভী বিতরন কার্যক্রমে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের উপস্থিতে এবং পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম এর সভাপত্বিত্বে আরো উপস্থিত বক্তব্য রাখেন সংস্থার পরিচালক মোঃ মোস্তফা কামাল , অতিরিক্ত পরিচালক আবু বকর, প্রকল্প সমন্বয়কারি হেলালউদ্দিন, সমাজ উন্নয়ন কর্মকর্তা নোমান সিকদার। প্রধান অতিথীর আসন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কুদ্দুস ও ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে ভিক্ষুক মোঃ সাহাবুদ্দিন ও ভিক্ষুক নুরুল ইসলাম নুরুর হাতে বাছুর সহ গাভী তুলে দেন সংস্থার উর্ধতন কর্মকর্তাদ্বয় ও অতিথীবৃন্দ।