সাফায়েত ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে ইলিশ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। চলতি মাসের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত দশমিনা উপজেলাস্থ্য নৌ-ফাড়ির অভিযানে, ১১ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৫৫ হাজার মিটার কারেন্ট জাল, ৯ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের সুতার জাল, ১ লক্ষ ৩৮ হাজার টাকা মূল্যের মাছ, ৯টি মাছ ধরার ট্রলার ও ৩২ জেলে আটক করেছেন বলে নৌ-ফাড়ি ইনচার্জ মোঃ সোহাগ ফকির জানিয়েছেন। আসামীদের ভ্রম্যমান আদালতে সোপর্দ করেছেন নৌ-পুলিশ। ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ বিচারক শুভ্রা দাস, ২১ জনের ১বছর মেয়াদী ও ৩ জনের ১ মাস মেয়াদী বিনাশ্রম কারাদন্ডাদেশসহ ৮ জনের থেকে মোট ৩৫ হাজার টাকা জড়িমানা আদায় করার নির্দেশ দিয়েছেন।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪