মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ, রংপুর :
গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে রংপুরের পীরগঞ্জে হয়ে গেল দুই দিন ব্যাপী এক ঘৌড় দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলাটি দেখতে ঢল নামে হাজারো মানুষের।
এমন আয়োজন করায় খুশী স্থানীয়রা। পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতিবছর ঘৌড় দৌড়ের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা। প্রাচীন কালে মানুষের চলাচলের এক সময় অন্যতম বাহন হিসেবে ব্যবহার হত এই ঘৌড়ার গাড়ি । যা এখন অনেকটাই বিলুপ্ত প্রায়।
তবে গ্রাম বাংলার বুকে এখনো কোথাও কোথাও দেখা মেলে এই ঘৌড়ার গাড়ি । প্রাচীনকালে এই ঐতিহ্যকে ধরে রাখতে এবার রংপুরের, পীরগঞ্জ উপজেলা বড় আলম পুর ইউনিয়নের ছোট রসুল পুর মাঠে হয়ে গেল দুই দিন ব্যাপী এক ঘৌড় দৌড় প্রতিযোগিতা।
স্থানীয় ,,,,,,, ক্লাবের আয়োজনে আয়োজন করা হয় এই গৌড় দৌড় প্রতিযোগিতা। এতে নীলফামারী, দিনাজপুর, রংপুর, নওগাঁয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০টি ঘৌড়া তিনটি গৃপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতা উপভোগর জন্য মাঠের চারপাশের ঢল নামে কয়েক হাজার দর্শনার্থীর।
ঐতিহ্যবাহী এই ঘৌড়ার দৌড় দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা।
এমন প্রতিযোগিতা ম্যাধমে গ্রাম বাংলার পুরানো খেলা গূলো দেশের সব অঞ্চলে ছড়িয়ে যাবে বলে বিশ্বাস স্থানিয়দের।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪