সৈয়দ রায়হান বিপ্লব, স্টাফ রির্পোট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দিন তারিখ ঘোষনা না হলেও রংপুর পীরগঞ্জে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় এখন মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
উপজেলার প্রত্যন্ত জনপদগুলোতে এদের দৌড় ঝাঁপ শুরু হয়ে যায় প্রত্যেক প্রার্থীই এখন গন সংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন, কয়েকদিন পুর্বেও এসব প্রার্থীর অনেকেই জাতীয় নির্বাচনে স্ব-স্ব মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারনার কাজে ব্যস্ত ছিলেন। সামান্য বিশ্রামের পর আবারও এদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে।
পুরোনো সর্ম্পকের জের ধরে দিবারাত্রী গোটা উপজেলার ১৫ ইউনিয়নের ৩০৮ টি গ্রাম নির্বাচনের গুঞ্জন চলছে পুরোদমে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে যারা আবেদন করেছেন তারা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বর্তমান উপজেলা চেয়ারম্যান, বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, বর্তমান ভাইস চেয়ারম্যান ও আ’লী সহ-সভাপতি মোনায়েম সরকার মানু, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকাররম হোসেন জাহাঙ্গীর চৌধুরী, শহীদ ডা: আকবার আলী’র পুত্র ও আ’লীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজু ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোনসেফা পারভীন।
চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, উপজেলা বাশিস এর সাবেক সম্পাদক জওয়াহের আলী মাস্টার। ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে- সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, এ জে এম সেকেন্দার আলী মন্ডল, আ’লীগ নেতা মোস্তাফিজার রহমান রাজা, রেজওয়ানুল হক ননতু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে চৈত্রকোল ইউপি’র সাবেক চেয়ারম্যান মজিবর রহমানের কনিষ্ঠ পুত্র আনোয়ার পারভেজ মধু, ও আনোয়ারুল হক, (মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন তারা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান উম্মে হাবিবা মিথী, মোছাঃ রওশন আরা আলম রীনা, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি প্রয়াত মোতাহারুল হক বাবলু’র স্ত্রী লায়লা আরজুমান বানু (লাইচ), ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ্ব লালমিয়ার সুযোগ্য পুত্রবধু প্রভাষক মাহবুবুর রহমান আলম এর স্ত্রী জনাবা রওশন আরা আলম রীনা (শিক্ষিকা) ও নারী নেত্রী আকতার বানু লিপি, শিরিন আক্তার শিরিন।
উপজেলা চেয়ারম্যান পদে এক বা একাধিক প্রার্থীর নাম প্রেরন করবে বলে সুত্র জানায়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কে এম ছায়াদত হোসেন বকুল বলেন, বর্ধিত সভায় আমার নাম সর্ব সম্মতিক্রমে শীর্ষে থাকায় আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই দলীয় মনোনয়ন দিবেন। এ জন্য দলীয় নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, চেয়ারম্যান পদে আবেদনকারী ৭ জনের নাম জেলা কমিটিতে প্রেরন করা হয়েছে। কেন্দ্রের নির্দেশমতো জেলা কমিটি এক বা একাধিক প্রার্থীর নাম কেন্দ্রীয় কমিটিতে প্রেরন করতে পারে।
উল্লেখ্য বিগত উপজেলা পরিষদ নির্বাচনে একেএম ছায়াদত হোসেন বকুল সামান্য ভোটের ব্যবধানে বিএনপি নেতা নুর মোহাম্মদ মন্ডলের কাছে পরাজিত হয়েছিলেন। সেই বিএনপি নেতাই আ’লীগে সদ্য যোগদান করে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এদিকে আওয়ামালীগ ছাড়াও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরে আলম যাদু, জাকের পার্টির হারুন অর রশীদ চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী হিসেবে গোটা উপজেলায় প্রচারনা চালাচ্ছেন। এসব সম্ভাব্য প্রার্থী নিজেদের ঘুম হারাম করে গোটা উপজেলা চষে বেড়াচ্ছেন।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪