Download WordPress Themes, Happy Birthday Wishes
Home / তথ্য-প্রযুক্তি / প্রথম কবে আসে কম্পিউটার পাসওয়ার্ড?

প্রথম কবে আসে কম্পিউটার পাসওয়ার্ড?

তথ্য ও প্রযুক্তি ডেস্ক:

১৯৬২ সালে এমন একটি জিনিস আবিষ্কার হয় যা বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর একটি এবং অনেকেই হয়তো বলবেন, এটি আধুনিক জীবনের সবচেয়ে বিরক্তিকর একটি জিনিসও বটে। আর সেটা হলো কম্পিউটারের পাসওয়ার্ড।

 

কম্পিউটার চালু হওয়ার পর তখন এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ সঙ্গী হয়ে উঠে। কিন্তু তখনো এর নিরাপত্তার জন্য সেরকম কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। সেসময় এর নিরাপত্তার একটি উপায় বের করলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি। যাকে আমরা আজকের পাসওয়ার্ড নামে জানি।

পাসওয়ার্ড উদ্ভাবন

এই পাসওয়ার্ড সিস্টেম যারা প্রথমবারের মতো ব্যবহার করেছিলেন তাদেরই একজন ছিলেন অ্যালান শেয়ার। সেসময় তিনি এমআইটিতে পিএইচডি করছিলেন।

কম্পিউটিং আর স্মার্টফোনের মতো আধুনিক প্রযুক্তির যুগে আজকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হয়ে উঠেছে এসবের নিরাপত্তা, যার শুরু হয়েছিল ষাটের দশকের শুরুতে।

তখন লগ ইনের জন্য কিছু নম্বর দিয়ে এই পাসওয়ার্ড তৈরি করা হয়েছিল। টাইম শেয়ারিং সিস্টেমে যারা কাজ করতো তাদের জন্য নির্দিষ্ট কিছু সময় বরাদ্দ করা থাকতো। সময় শেষ হয়ে গেলে তারা আর ওই কম্পিউটারে লগ ইন করতে পারতো না।

পাসওয়ার্ডের গোপনীয়তা

পাসওয়ার্ডটি নিশ্চিত করে দিতো কম্পিউটার ব্যবহারকারীর পরিচয় এবং তিনি কতক্ষণ ধরে কম্পিউটারটি ব্যবহার করেছেন। কিন্তু তখনো কি পাসওয়ার্ড প্রতিষ্ঠাকারীদের এই ধারণা তৈরি হয়েছিল যে এসব পাসওয়ার্ড শুধুমাত্র নিজের এবং এটাকে গোপন রাখতে হবে?

কিন্তু যাই হোক এই পাসওয়ার্ড ব্যবস্থাটি তখন এমআইটির সব গবেষক মেনে নিয়েছিল। তারা সবাই জানতো যে লগ ইন করতে হলে তার একটি পাসওয়ার্ড লাগবে। কিন্তু একটা পাসওয়ার্ড মানে একজন মানুষের পরিচয়। তখনো নিজস্ব বা গোপনীয় এরকম কোনো বিষয় ছিল না। এটাকে কারিগরি একটি বিষয় বলেই মনে করা হতো।

তবে পাসওয়ার্ড যে একেবারেই নতুন একটি বিষয় একথা বলা যাবে না। কারণ এর আগেও এই পাসওয়ার্ডের ব্যবহার ছিল। বিশেষ করে বিভিন্ন যুদ্ধে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবস্থা ব্যবহার করা হত।সূত্র: বিবিসি বাংলা

 

সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২০ দিনে ১৫০০ ফেসবুক আইডি বন্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চলতি মাসে ২০ দিনে দেশের দেড় হাজার ফেসবুক আইডি বন্ধ করা ...