Download WordPress Themes, Happy Birthday Wishes
Home / সারাদেশ / ময়মনসিংহ / ফুলপুরে ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত- ট্রলিসহ চালক আটক

ফুলপুরে ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত- ট্রলিসহ চালক আটক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আজ ৮ই জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুরে ট্রলি চাকায় ৮ বছরের জাকিরুল ইসলাম নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে । 

জানা যায়, উপজেলার জারুয়া গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম।

এলাকাবাসী জানান, ছোটচিলাগাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জাকিরুল ইসলাম (৮) প্রতিদিনের মতো আজও স্কুলে এসেছে । দুপুরে বিদ্যালয় মাঠে খেলার ছলে সংলগ্ন রাস্তায় গেলে বালুভর্তি একটি ট্রলির চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে ।

আহত অবস্থায় তাকে দড়াদড়ি করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড (পাঠান) করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন শ্রেণীর ছাত্র ছাত্রী, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অভিবাবসহ সকল স্তরের মানুষ ভিড় জমাই তার বাড়িতে।

ফুলপুর থানার অফিসার-ইন-চার্জ মুহাম্মদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিসহ চালক শামীমকে আটক করা হয়েছে।

সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

জামালপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ আহত-৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নুরুল হক (৬০) নামে এক ...