ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
“জগতে যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান” এই শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর উদ্যোগে গতকাল ৬ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর থানা প্রাঙ্গণে শীতার্তের মাঝে কম্বলসহ বিভিন্ন রকম শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সহধর্মিনী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় কমিটির সভানেত্রী হাবিবা জাবেদ।
সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ময়মনসিংহ শাখার সভানেত্রী মিসেস সুরাইয়া সুলতানা। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জয়িতা শিল্পীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী বেগম আফরোজা জামান, বেগম তুহিন সালাম, সমাজ কল্যাণ সম্পাদক জুবাইদা বিনতে জাফর, কোষাধ্যক্ষ প্রণীতা সরকার, বেগম নাসিমা আমিন, বেগম ফারহানা কবির, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হাসান, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, ফুলপুর সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ বদরুল আলম খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ। এতে পাঁচ শতাধিক শীতার্তের মাঝে কম্বলসহ বিভিন্ন রকম বস্ত্র বিতরণ করা হয়।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শীতে থরথর করে কাঁপা অসহায় মানুষের পাশে দাঁড়ালেন পুনাক।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪