আশরাফুল ফরাজী,(মুক্তাগাছা), ময়মনসিংহ:
প্রতিদিনের সংবাদ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পন উপলক্ষে মুক্তাগাছায় বর্নাঢ্য আয়োজন কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকালে মুক্তাগাছা সাংবাদিক ফোরাম কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র মোঃ শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক মনোনেশ দাস। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সহসম্পাদক আসাদুজ্জামান তালুকদার, সাংবাদিক মোঃ জান্নাতুল ফেরদৌস তাজ, হোসাইন আহাম্মেদ সুলভ, কামাল হোসেন, এনামুল হক, সাদেক পাঠান, আশরাফুল ফরাজী, ওমর ফারুক প্রমুখ।অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিদিনের সংবাদ মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪