আন্তর্জাতিক ডেস্ক:
সোমালিয়ায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের ১৩ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার রাতে মোগাদিসু থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে গ্যান্ডার্সি এলাকায় এই হামলা চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকান কমান্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকারের সহায়তায় যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড আল-শাবাবের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। গ্যান্ডার্সের এই হামলায় আল-শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়েছে।
তবে এ হামলায় সাধারণ জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
সব সময় আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন- সবুজ বিডি ২৪